Saturday, February 9, 2019

কন্যাশ্রী প্রকল্প

কন্যাশ্রী প্রকল্প কি এবং কেন ?


শিশু বিয়ে আইন ২০০৬ (PCMA) এর অধীনে, ১৮ বছর হল মেয়েদের বিয়ের বৈধ বয়স, এবং ছেলেদের জন্য এটি হল ২১ বছর । এই আইনটি বহু বছর ধরে অস্তিত্ব থাকার সত্ত্বেও, পশ্চিমবঙ্গে বাচ্চাদের বাল্য বিবাহ চলতে থাকে। DLHS -৩, ২০০৭-০৮  অনুযায়ী, দেশের বাল্য বিবাহের হার ৫৪।৭ শতাংশ । প্রায় প্রতিটি দ্বিতীয় মেয়ের বিবাহ নাবালিকা অবস্থা তেই হয়ে যাই । যদিও গ্রামীণ এলাকায় এটির অবস্থা আরো আশঙ্খা জনক ।